প্রকাশিত: Fri, Apr 14, 2023 6:53 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:52 AM

মেগানকে ছাড়াই রাজ্যাভিষেকে যাচ্ছেন প্রিন্স হ্যারি

রাশিদুল ইসলাম: প্রিন্স উইলিয়াম দম্পতি রাজ্যাভিষেকে উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে এতোদিন অনেক জল্পনা-কল্পনা ছিল। এর আগে রানির প্ল্যাটিনাম জুবিলিতে মেগান বাকিংহাম প্যালেসের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ তারা নেননি। শেষ পর্যন্ত বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রিন্স হ্যারি আগামী ৬ মে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ২ হাজারেরও বেশি অতিথির সঙ্গে যোগ দেবেন। ডেইলি মেইল, বিবিসি

কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যে তারা সেখানে রাজপরিবারের অন্যান্য সদস্য, জনসাধারণের ব্যক্তিত্ব, বিশ্ব নেতা এবং দাতব্য সংস্থা এবং সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে থাকবেন কিনা। কারণ প্রিন্স উইলিয়াম এখন রাজপরিবারের কেউ নন, তাই তার ভূমিকা কী হবে তা দেখার বিষয়। 

ব্রিটেনে হ্যারির লিখা সর্বাধিক বিক্রি হওয়া স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশের পর এই প্রথম তাকে রাজপরিবারের সঙ্গে দেখা যাবে। বইটি ব্রিটিশ রাজপরিবারের উত্তেজনাগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করেছে। ই বইতে প্রকাশিত গোপন তথ্যের মাঝে রয়েছে হ্যারির সঙ্গে তার পিতা ও বড় ভাই প্রিন্স উইলিয়ামের ব্যক্তিগত আলাপের বিস্তারিত। এসব তথ্য প্রকাশে হ্যারি ও তার পরিবারের মাঝে সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। তিনি ও তার স্ত্রী ২০২০ সালে থাকার জন্য উত্তর আমেরিকায় চলে যাওয়ার পর এসব বিষয় জনসম্মুখে আসে।

এদিকে রাজা চার্লসের রাজ্যাভিষেকের দিনেই হ্যারি-মেগান দম্পতির ছেলে আর্চির চতুর্থ জন্মদিন। সেদিন সুদূর ক্যালিফোর্নিয়ায় ছেলের জন্মদিন পালনে ব্যস্ত থাকবেন মেগান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব